জঙ্গলের অধিকার বিধি সংশোধন

যদিও আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে বিশ্বেশ্বর টুডু বিষয়টি রাজ্যের ওপরে চাপিয়েছেন।

Must read

নয়াদিল্লি : আলোচনা বা পরামর্শ ছাড়াই যে জঙ্গলের অধিকার সম্পর্কিত বিধি সংশোধন করেছে মোদি সরকার এবং সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গেও কোনও আলোচনা করা হয়নি, তা মেনে নিলেন কেন্দ্রের আদিবাসী বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু। আইন অনুযায়ী, কোনও আইন বা নীতি প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা, মতামত গ্রহণ করতে হয়। কিন্তু মন্ত্রীর সাফাই, ১৯৮০ সালের বন সংরক্ষণ আইনের ৪ নম্বর অনুচ্ছেদে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-এবার দখল ইরাকের সংসদ ভবন

যদিও আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে বিশ্বেশ্বর টুডু বিষয়টি রাজ্যের ওপরে চাপিয়েছেন। বলেছেন, রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের তরফে সবুজ সঙ্কেতের পরেই জঙ্গলের জমি হস্তান্তর করা হয়। অনুমোদন এবং যাচাই করার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জঙ্গলের অধিবাসী কোনও তফশিলি বা আদিবাসীকে সেখান থেকে উচ্ছেদ করা যায় না। নতুন বিধিতে জঙ্গলের বাসিন্দাদের গ্রামসভার ক্ষমতা খর্ব করা হয়েছে। জঙ্গলবাসীদের অনুমতি ছাড়াই বেসরকারি সংস্থার হাতে জঙ্গলের জমি তুলে দেওয়ার পথ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানতে চেয়েছিলেন, জঙ্গলের অধিকার আইন কার্যকর করার ক্ষেত্রে গ্রামসভার কাজে হস্তক্ষেপ করছে কিনা। সে প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন বিশ্বেশ্বর টুডু।

Latest article