ভোটার তালিকা সংশোধন, তদারকিতে সাংসদ

নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী সূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে ভোটার তালিকায় সংযোজন-বিয়োজনের কাজ

Must read

প্রতিবেদন : নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী সূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে জেলায় জেলায় শুরু হয়েছে ভোটার তালিকায় সংযোজন-বিয়োজনের কাজ। সেই কাজে নিজের সংসদীয় এলাকায় তদারকিতে নামলেন বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার।

আরও পড়ুন-১০ বছর ধরে সৎকারে অক্লান্ত মহিলা ডোম টুম্পা

মুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছেন বিধায়ক ও ব্লক সভাপতিদের। তদারকি করতে বলেছিলেন সাংসদদের। সেইমতো বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার তালিকা সংশোধনের জন্য বিধায়ক, ব্লক সভাপতি, টাউন সভাপতি ও অঞ্চল সভাপতিদের নিজ নিজ দায়িত্ব পালনের পরামর্শ দেন কাকলি ঘোষদস্তিদার। তদারকিতে বেরিয়ে সাংসদ বলেন, ৭ ও ৮ ডিসেম্বর ভোটার তালিকা সংশোধনের বিশেষ শিবির চলাকালীন সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে। একমাস ধরে বুথভিত্তিক সংশোধনের কাজ চলছে। তার সম্পূর্ণ রিপোর্ট তৈরি করতে হবে। কোন বুথে কত নতুন ভোটার আবেদন করলেন, কত নাম বাদ গেল, বিধানসভা ধরে ধরে তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে হবে। তারপর নতুন বছরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তা মিলিয়ে দেখতে হবে। এই কাজে বুথভিত্তিক এজেন্ট নিয়োগ করা হয়েছিল তৃণমূল সুপ্রিমোর নির্দেশে। এবার এই কাজের তদারকি শুরু করলেন সাসংদ কাকলি।

Latest article