হামলার পাল্টা হামলা, যুদ্ধের পরিস্থিতি (West Asia war) তীব্র হচ্ছে কি পশ্চিম এশিয়ায়? ইরান-ঘনিষ্ঠ ইয়েমেনের (Yemen) সশস্ত্র গোষ্ঠী হুথিদের ৩৬টি ঘাঁটি উড়িয়ে দিল আমেরিকা- ব্রিটেন (America-Britain)। লোহিত সাগর সংলগ্ন এলাকায় হুথিরা জলপথে যে আক্রমণ চালিয়ে আসছিল শনিবার তার জবাব দিল পেন্টাগন, সঙ্গে ছিল ব্রিটেন। হামলায় তাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া, বাহরিন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউ জ়িল্যান্ড।
ইয়েমেনের মাটিতে যে সমস্ত গোপন ডেরায় হুথিরা তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকা, ব্রিটেনের। ১৩টি এলাকায় ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণের খবর মিলেছে।