সম্মুখসমরে ইরান-ইজরায়েল নেতানিয়াহুর পাশে আমেরিকা

যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে হিজবুল্লা প্রধানের নিকেশের পরই যুদ্ধের আঁচ বেড়েছিল।

Must read

প্রতিবেদন: ছায়াযুদ্ধ আর নয়, এবার সম্মুখ সমরে ইরান-ইজরায়েল। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ইজরায়েলি এয়ারস্ট্রাইকে হিজবুল্লা প্রধানের নিকেশের পরই যুদ্ধের আঁচ বেড়েছিল। এবার ১৮১টি ব্যালেস্টিক মিসাইল ছুড়লো ইরান। পাল্টা জবাবের হুঁশিয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ইরানের এই হামলার পরই ইজরায়েলের জনগণকে মিসাইল বাঙ্কারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-নাম বদলের খেলা বিজেপির নিন্দায় তৃণমূল

ইরান জেরুজালেম, তেল আভিভ লক্ষ্য করে এখনও পর্যন্ত ২০০-র কাছাকাছি মিসাইল ছুড়েছে বলেছে খবর। ইজরায়েলের অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ১৫০-র কাছাকাছি মিসাইল প্রতিহত করেছে। কিন্তু শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই যুদ্ধে কার্যত ইজরায়েলের পক্ষই নিয়েছে আমেরিকা। ইতিমধ্যে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রীও। তিনি স্পষ্ট জানিয়েছেন ইরানকে ছেড়ে কথা বলা হবে না। কূটনৈতিক মহল বলছে, শীঘ্রই হয়তো ইরানের মাটিতে সরাসরি হামলা চালাতে পারে ইজরায়েল। যদিও আমেরিকার ইজরায়েলি সমর্থন ভাল চোখে দেখছে না ইরানও। পাল্টা ইরাকে মার্কিন বেস
লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে রেখেছে তারা।

Latest article