প্রতিবেদন: লস অ্যাঞ্জেলেসের এক ওয়ারহাউস কমপ্লেক্সে বন্দুকবাজের হামলার জেরে দু’জনের মৃত্যু। সামার ফেস্টিভ্যাল উপলক্ষে লস অ্যাঞ্জেলেসের শহরতলি এলাকায় এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই রক্তাক্ত কাণ্ড। হামলাকারীর গুলিতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে খবর। মার্কিন সময় অনুযায়ী, সোমবার আমেরিকার বুকে বন্দুকবাজের হামলার ঘটনায় উৎসবের পরিবেশ মুহূর্তে বদলে যায় শোকের আবহে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী।
আরও পড়ুন-যোগীরাজ্যের তীব্র সমালোচনায় সুপ্রিম কোর্ট
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতেই এক বন্দুকধারী ওই অনুষ্ঠানের মধ্যে মিশে যায়। হঠাৎ করে গুলি চলায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন উপস্থিত দর্শকরা। ভিড়ের মধ্য থেকেই এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। অবশ্য আমেরিকার মাটিতে এহেন হামলার ঘটনা প্রথমবার নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন। সন্ত্রাসবাদের বিষয়টিও তদন্তের আওতায় রাখছে পুলিশ।