ওয়াশিংটন: ৩৩ বছর পর আমেরিকার বুকে হতে চলেছে পরমাণু বোমা (nuclear bomb) পরীক্ষা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের প্রতিরক্ষা মন্ত্রককে পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। নিজের সমাজমাধ্যমেও সেই বিষয়ে মতামত দিয়েছেন তিনি। কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, হঠাৎ এই পরীক্ষার কারণ কী? মার্কিন প্রেসিডেন্টের এটা কি তবে নতুন কোনও কৌশল? গতমাসের শেষের দিকে ট্রাম্পের এই পোস্ট ঘিরে শুরু হয় আলোচনা। তিনি নিজের সমাজমাধ্যম দাবি করেছিলেন, এই বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি পরমাণু বোমা রয়েছে। আমাদের পরেই এই তালিকায় নাম রাশিয়া ও চিনের। বিশ্বজুড়ে এই আবহে সবাই পরমাণু বোমার (nuclear bomb) পরীক্ষা করছে তাই আমি প্রতিরক্ষা মন্ত্রককে নির্দেশ দিয়েছি পরমাণু পরীক্ষা শুরু করার।
এই পোস্টের পর অনেকটা দিন কেটে গিয়েছে। শুক্রবার তিনি জানিয়েছেন যে তিনি এই নিয়ে এখন কিছু বলতে চান না। তবে আশ্বস্ত করতে পারেন যে অন্য সব দেশগুলি ঠিক যেভাবে পরমাণু পরীক্ষা করে, তিনিও সেই ভাবেই করবেন।
দীর্ঘ ৩৩ বছর পর পরমাণু বোমার ‘টেস্ট’ আমেরিকার!

