ডেনভার বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন, আহত ১

এবার আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) বিমানে বিপত্তি। শনিবার ডেনভার বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি।

Must read

এবার আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) বিমানে বিপত্তি। শনিবার ডেনভার বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। হঠাৎ ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা যায় আর তার ফলেই সেখান থেকে বিমানের চাকায় আগুন ধরে যায়। এরপরেই সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। সবে মাত্র রানওয়ে দিয়ে ছুটতে শুরু করেছিল বিমানটি। যাত্রীরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলেন কালো ধোঁয়া বের হচ্ছে চাকা থেকে। এরপরই বিমানের ভিতরে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আতঙ্কে বিমানের ভেতরেই ছোটাছুটি শুরু হয়ে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শনিবার বিকেলে উত্তর ক্যারোলিনার শার্লট অভিমুখী ফ্লাইট ১৬৮৫-এর যাত্রীদের কেবিনে ধোঁয়া ভরে যাওয়ার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি খালি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন-বর্ধমান-বীরভূম সড়কপথে যোগাযোগে নির্মিত স্থায়ী সেতু, ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

দ্রুত বিমান থেকে ইমার্জেন্সি ইভাকুয়েশন করা হয়। ১৭৩ জন যাত্রীকে সুরক্ষিতভাবে বের করে আনা হয়। এর মধ্যে একজন যাত্রী আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে চাকার সমস্যা হয় বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের চাকা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। পাশেই ইমার্জেন্সি দরজা থেকে ইনফ্লেটেড স্লাইডে যাত্রীরা বেরিয়ে আসছেন।

Latest article