প্রতিবেদন : মার্কিন সাংবাদিক ও চিত্র পরিচালক আইভর শিয়ারার এবং আফগান প্রযোজক ফৈজুল্লা ফয়েজবক্সকে (Ivor Shearer and Faizullah Faizbakhsh) অপহরণ করল তালিবানরা। নিউইয়র্কের এক সংবাদমাধ্যম তালিবানদের কাছে অবিলম্বে অপহৃত দু’জনকে (Ivor Shearer and Faizullah Faizbakhsh) মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে।
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ১৭ অগাস্ট কাবুলের শেরপুরে শুটিং করছিলেন শিয়ারার এবং ফৈজুল্লা। সেখানেই মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি। ওই এলাকায় থাকা নিরাপত্তারক্ষীরা তাঁদের ওয়ার্ক পারমিট, পরিচয়পত্র, পাসপোর্ট ও অন্যান্য নথি যাচাই করে দেখে। তারপরেও তাঁদের ঘণ্টা দুয়েক আটকে রাখা হয়। ওই রক্ষীরা তাঁদের মার্কিন চর বলে উল্লেখ করে। খবর যায় তালিবান গোয়েন্দাদের কাছে। সঙ্গে সঙ্গে ৫০ জন সশস্ত্র তালিবান সেখানে হাজির হয়। তারা মার্কিন পরিচালক ও আফগান প্রযোজকের চোখ বেঁধে গোপন স্থানে নিয়ে যায় বলে দাবি করেছেন সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা।
গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানে আসেন শিয়ারার। প্রথমে এক মাসের ভিসা থাকলেও মার্চে তিনি আরও এক বছর আফগানিস্তানে থাকার অনুমতি পান। কিন্তু জুন মাসে তাঁকে ডেকে পাঠায় জঙ্গি শাসকরা। তালিবানের বিদেশমন্ত্রক শিয়ারারকে তাঁর পুরনো কাজ দেখানোর নির্দেশ দেয়। তাঁকে জানানো হয়, সন্দেহ হওয়ার কারণেই তাঁকে তলব করা হয়েছে। ওই ঘটনার পর মাস দুই যেতে না যেতেই অপহরণ করা হল শিয়ারারকে।
আরও পড়ুন: জলপোকাদের জীবন
এক মার্কিন নজরদারি সংস্থা ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, আফগানিস্তানে এই ধরনের অপহরণের ঘটনা বাড়ছে। সংবাদমাধ্যমের কর্মীদেরও আটক করছে তালিবান প্রশাসন। কাবুলে সংবাদমাধ্যমের স্বাধীনতা বিপন্ন।