কানাডা-ভারত দ্বৈরথের মাঝে মুম্বই হামলার চক্রীকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু

ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মাঝেই নতুন ঘোষণা। মুম্বই হামলার অন্যতম চক্রী তথা কানাডাবাসী জঙ্গিকে ফেরানো হচ্ছে ভারতে।

Must read

প্রতিবেদন : ভারত-কানাডা (India Canada) দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মাঝেই নতুন ঘোষণা। মুম্বই হামলার অন্যতম চক্রী তথা কানাডাবাসী জঙ্গিকে ফেরানো হচ্ছে ভারতে। এই ঘটনায় নিশ্চিতভাবেই চাপে পড়বে কানাডা।
খালিস্তানি ইস্যুতে কানাডার মাটিতে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ ভারতের উপর তুলে নিজেই দু’কদম পিছিয়ে গিয়েছেন জাস্টিন ট্রুডো। এই বিষয়ে কোনও প্রামাণ্য তথ্য আগে দেওয়া হয়নি বলে ভারতের দাবিকেই প্রকারান্তরে সমর্থন করেছেন তিনি। এই দ্বৈরথের পরে এবার মুম্বই হামলার অন্যতম চক্রী কানাডা-নিবাসী পাক ব্যবসায়ী তাহাউর রানাকে প্রত্যর্পণের পথে আমেরিকা। ডিসেম্বরের মাঝামাঝি আমেরিকা থেকে ভারতে পৌঁছে যেতে পারেন তাহাউর, খবর কূটনীতিক সূত্রের।

আরও পড়ুন-আইটিআই প্রশিক্ষণের পরীক্ষায় দেশের সেরার মধ্যে ১১ জন বাংলার, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

এক সময়ে পাকিস্তানে সেনার চিকিৎসক হিসাবে কাজ করা রানা কানাডায় ব্যবসায়ীর পরিচয় নিয়ে গেলেও তাঁর আসল উদ্দেশ্য ছিল ভারতের উপর নজরদারি চালানো। অভিযোগ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির। ২৬/১১ মুম্বই হামলার জায়গা নির্দিষ্ট করা থেকে পরিকল্পনায় সাহায্য করেছিলেন রানা। বর্তমানে তিনি আমেরিকার জেলে বন্দি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার নির্দেশে হবে এই প্রত্যর্পণ।
সম্প্রতি দিল্লিতে মার্কিন দূতাবাসে দুই দেশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে বৈঠক হয়। তাতে রানার প্রত্যর্পণ নিয়ে বিশেষ আলোচনা হয়। আমেরিকা থেকে ভারতে রানাকে আনার যাবতীয় আর্থিক ব্যয়ভার ভারতকে বহন করতে হবে। ডিসেম্বরের মাঝামাঝি এই প্রত্যর্পণের কাজ শেষ হবে বলে দাবি কূটনীতিকদের।

Latest article