এবার কি করোনার থেকেও ভয়াবহ কোনও মহামারি আসছে? অন্তত চিনে হাসপাতালগুলিতে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তা দেখে মহামারির আশঙ্কা রয়েছে চিনে। চিনে ছড়িয়েছে এক রহস্যজনক সংক্রমণ। রহস্যজনক নিউমোনিয়ার (Mysterious Pneumonia Outbreak) উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। উপচে পড়ছে হাসপাতালগুলি। মূলত চিনের স্কুলগুলিতেই হু হু করে ছড়াচ্ছে এই সংক্রমণ। এই নিউমোনিয়ায় সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে শিশুরা।
রহস্যজনক নিউমোনিয়ার উপসর্গ কী?
* প্রবল জ্বর
*ফুসফুসে সংক্রমণ
জানা গিয়েছে, অসুস্থ শিশুদের বেশিরভাগই প্রবল জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে অন্য় কোনও মরশুমি সংক্রমণ হলে যেমন কাশি থাকে, তা হচ্ছে না। চিকিৎসকরা আপাতত নিউমোনিয়ার (Mysterious Pneumonia Outbreak) চিকিৎসাই করছেন। জানা গিয়েছে, এই রহস্যজনক সংক্রমণের উৎসস্থল চিনের বেজিং ও লিয়াওনিং প্রদেশ।
আরও পড়ুন-মোদি জমানার সৌজন্যে ভারতীয় অর্থনীতির বেহাল দশা
জানা গিয়েছে, প্রোমেড নামক একটি প্ল্যাটফর্ম, যেখানে মানব ও পশুর সংক্রামক রোগ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়, সেখানে সতর্কতা জারি করে পোস্ট করা হয়েছে। অজানা এই নিউমোনিয়াকে আসন্ন মহামারি বলেই উল্লেখ করা হয়েছে। শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এই সংক্রমণে। এছড়া প্রাপ্তবয়স্করা যারা আক্রান্ত হচ্ছেন, তারাও স্কুল থেকেই সংক্রমিত হচ্ছেন বলে খবর। এর জেরে বেশিরভাগ স্কুলগুলি বন্ধ হয়ে গিয়েছে।