মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী! এবার মুখ খুললেন খোদ বিজেপি বিধায়ক

Must read

অশান্ত মণিপুর নিয়ে এবার বিজেপির বিরুদ্ধেই মুখ খুললেন দলের বিধায়ক (BJP MLA Rajkumar Imo Singh)। কেন্দ্রে বিজেপির জোট সরকার এনডিএ থাকার পরেও বিজেপি শাসিত মণিপুরে কীভাবে দিনের পর দিন এত হিংসা ছড়াতে পারে? এত মানুষ মারা যেতে পারে? মণিপুরে ১৫-১৬ মাস পরেও কেন বিজেপি সরকার শান্তি ফেরাতে পারেনি ? কী করছে কেন্দ্রীয় বাহিনী?

আরও পড়ুন- রাজ্যজুড়ে ‘সুফল বাংলা মৎস্য’ বিপণি

মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিংয়ের (BJP MLA Rajkumar Imo Singh) দাবি, প্রায় ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনী মণিপুরে রয়েছে। তাও অশান্তির আঁচ নিভছে না। তাঁর অভিযোগ, ১৫-১৬ মাস পরও কেন শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাঁদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। এই নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় চিঠিও লিখেছে বিজেপির বিধায়ক।

মণিপুরে শান্তি ফেরাতে অগাস্ট মাসে জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু কোথায় শান্তি! এখনও পর্যন্ত একের পর এক সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। নীরব দর্শক কেন্দ্রে থাকা মোদি এবং কেন্দ্রীয় বাহিনী।

Latest article