প্রতিবেদন: একাধিক জায়গায় গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে শনিবার গাজিয়াবাদ থেকে আমিরকে (Amir Khan) গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয়েছে। ই-নাগেটস নামে একটি মোবাইল গেমিং অ্যাপ চালাতেন অভিযুক্ত আমির। অভিযোগ, সেই অ্যাপের মাধ্যমেই চলত প্রতারণা। গত ১০ সেপ্টেম্বর সাতসকালে গার্ডেনরিচের শাহি আস্তাবল রোডের বাসিন্দা ব্যবসায়ী আমির খানের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। তল্লাশির পর তদন্তকারীদের হাতে ওই বাড়ির খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল টাকার খোঁজ পান। উদ্ধার হয় মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। কিন্তু তারপর থেকেই নিখোঁজ ছিল আমির (Amir Khan)। একটি বেসরকারি ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে ২০২১-এর ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানায় ব্যবসায়ী আমির খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। সেই অভিযোগের সূত্র ধরেই তদন্ত শুরু হয়। অভিযুক্তকে জেরা করে বাকি তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। গাজিয়াবাদ থেকে শনিবার সকালেই ধৃত আমির খানকে কলকাতায় নিয়ে আসা হয়। পার্ক স্ট্রিট থানার মামলার প্রেক্ষিতে তাকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। যে বিপুল পরিমাণ টাকা মিলেছে তার তদন্তের জন্য তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত হয়েছে।
আরও পড়ুন-গাড়িতেই খুন করা হয়েছিল দুই কিশোরকে