প্রতিবেদন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) আবার রীতিমতো সক্রিয় ভূমিকায় অমিত মিত্র (Amit Mitra)। প্রথম থেকেই এই সম্মেলনের আয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে তিনিই যোগাযোগ রাখতেন দেশ-বিদেশের প্রথম সারির শিল্পপতিদের সঙ্গে। তাঁদের আমন্ত্রণ করে সম্মেলনে উপস্থিত করানোর ক্ষেত্রে অমিত মিত্রর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শারীরিক কারণে মন্ত্রিত্ব থেকে সরে এসে এখন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। দু’বছর পরে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কিন্তু আবার বেশ সক্রিয় তিনি। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে সম্মেলনে অংশগ্রহণ করানোর পাশাপাশি সম্মেলন পরিচালনার দায়িত্বও কার্যত নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। বুধবার এই আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের (BGBS) প্রথম দিন মঞ্চে তিনি (Amit Mitra) ছিলেন সঞ্চালক এবং সূত্রধরের ভূমিকাতেও। মঙ্গলবার সম্মেলনের আগে শিল্পসন্ধ্যায় ইংল্যান্ড, জাপান, কেনিয়া, বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন অমিত মিত্র।