গত চার মাসে জিএসটি কাউন্সিলের একটিও বৈঠক ডাকা হয়নি। এমতাবস্থায় দ্রুত জিএসটি কাউন্সিলের বৈঠকের আবেদন জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে(Nirmala Sitaraman) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra- Nirmala Sitharaman)।
আরও পড়ুন: নয়া সংসদ ভবন কি ভূমিকম্প থেকে সুরক্ষিত?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা চিঠিতে অমিত মিত্রের (Amit Mitra- Nirmala Sitharaman) অভিযোগ, জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা ইতিমধ্যেই লঙ্ঘিত হয়েছে। গত চার মাসে কাউন্সিলের একটি বৈঠক ডাকা হয়নি।এর মধ্যে জিএসটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠীর দুটি বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। জিএসটি কাউন্সিলর বৈঠকে সেগুলি নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পাশাপাশি চিঠিতে অমিত মিত্র আরও অভিযোগ করেছেন, কর সংক্রান্ত অনেক জরুরি বিষয় জিএসটি কাউন্সিলকে এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যা সর্বসম্মতক্রমে গৃহীত জিএসটি বিধির পরিপন্থী।
এর পাশাপাশি চিঠি অমিত মিত্র জানিয়েছেন, প্রত্যেক রাজ্য জিএসটি সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। যার ফলে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারও উপকৃত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার জিএসটি রিটার্ন খেলাপের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। যার ফলে রিটার্ন দাখিল ও জিএসটি সংগ্রহ অনেকটাই বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে অক্টোবর সময়কালে ৯৩ শতাংশ রিটার্ন দাখিল হয়েছে। গত বছর এই সময় যেখানে রিটার্ন দাখিল হয়েছিল ৭০ শতাংশ।