প্রতিবেদন : জনপ্রিয় বিস্কুট নির্মাতা সংস্থা ব্রিটানিয়া কলকাতা থেকে তাদের ব্যবসা গুটিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে বলে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এই আলোচনার কোনও ভিত্তি নেই। বরং ব্রিটানিয়া বাংলায় তাদের ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।
আরও পড়ুন-দক্ষিণে ৭২ শতাংশ বৃষ্টির ঘাটতি উত্তরে ৬৪ শতাংশ অতিরিক্ত বৃষ্টি
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে অমিত মিত্র বলেন, তারাতলার ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর রটতে শুরু করায় ওই সংস্থার তরফে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। ব্রিটানিয়া সংস্থার কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরি নিজে বিদেশ থেকে তাঁকে চিঠি দিয়ে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে অমিত মিত্র জানান। ওই চিঠিতে সংস্থার কর্ণধার লিখেছেন, ব্রিটানিয়া পশ্চিমবঙ্গে এক হাজার থেকে ১২০০ কোটি টাকার বিস্কুট উৎপাদন করছে, যা অব্যাহত থাকবে। বাংলায় ব্রিটানিয়ার ব্যবসা আরও শক্তিশালী করে তোলা হবে। এমডি আরও জানিয়েছেন, ব্রিটানিয়ার যে রেজিস্টার্ড অফিস কলকাতায় আছে, সেটা কলকাতাতেই থাকবে। সংস্থার শেয়ার হোল্ডারদের মিটিং, যা এতদিন ধরে কলকাতায় হয়, সেটাও কলকাতাতেই হবে। রাজ্যে কীভাবে তাঁরা ব্যবসা সম্প্রসারণ করতে পারেন তা নিয়েও বিদেশ থেকে ফেরার পর রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ব্রিটানিয়ার কর্ণধার।