প্রতিবেদন : রাজ্য সফরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেন্সর করেছেন দলের শীর্ষনেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah- Suvendu Adhikari)। শনিবার শহরে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যেভাবে একা একা চলছেন তা হবে না। এটা একটা দল। তাঁকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মানতে হবে। দলের সিনিয়র নেতা দিলীপ ঘোষকে মানতে হবে। তিনি সবসময় যেভাবে চেঁচামেচি করছেন এসব বিজেপিতে চলবে না। শনিবার বিকেলে এমনই জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন নবান্নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah- Suvendu Adhikari) সঙ্গে একান্তে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্য রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছে। সেসব উড়িয়ে দিয়ে এদিন কুণাল বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছিলেন সম্পূর্ণ একটা সরকারি ও প্রশাসনিক কাজে। রাজ্যে এসে তিনি তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান দিয়ে নবান্নে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তিনি যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকও করেন। এটাই তো হওয়া উচিত। এটাই তো পারস্পরিক সৌজন্য ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অঙ্গ। মুখ্যমন্ত্রী সেটাই করেছেন। কিন্তু এর ফলে মানসিক চাপে পড়ে গিয়েছে শুভেন্দুর মতো নেতারা। তারা অস্তিত্বের সংকটে পড়ে পাগলামো শুরু করে দিয়েছে। আমিও আছি, আমাকেও ডেকেছে বলে হইচই শুরু করে দিয়েছে শুভেন্দুরা। আসানসোলে ওদের অনুষ্ঠানে গিয়ে তিনজন মারা গেল। ও এতটাই নির্লজ্জ, অমানবিক যে ওখানে গিয়ে ওই পরিবারগুলের পাশে এখনও দাঁড়াল না।
আরও পড়ুন-নিশীথের বাবার নাম আবাস যোজনায়
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…