ভোটের মুখে মহারাষ্ট্রে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাহ

তালিকা অনুযায়ী বিজেপি নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ভোটপ্রার্থী হচ্ছেন দক্ষিণ নাগপুর কেন্দ্র থেকে৷

Must read

প্রতিবেদন: কিছুদিন আগেই জম্মু-কাশ্মীর বিজেপির হাতছাড়া হয়েছে গোষ্ঠী কোন্দলের জেরে৷ এই আবহে আগামী মাসের ২০ তারিখে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের আগেও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি৷ আগামী মাসের ভোটে ভাল ফল করার জন্য অল আউট ঝাঁপানো দূরে থাক, আপাতত রাজ্যের শাসক জোটের নেতাদের গোষ্ঠী কোন্দল থামাতেই বেশি সময় খরচ করতে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে৷ সূত্রের দাবি, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নিয়মিত ব্যবধানে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দরবারে পরস্পরের বিরুদ্ধে নালিশ করছেন বিক্ষুদ্ধ এনসিপি নেতা অজিত পাওয়ার ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ শনিবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে এই দুই নেতাকে নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তারপরেও সমস্যা পুরোপুরি মেটেনি বলেই দাবি৷

আরও পড়ুন-মাত্র দেড় বছরেই বিজেপিতে মোহভঙ্গ

এই প্রসঙ্গে দলীয় সূত্রের দাবি, আসন্ন বিধানসভার ভোটে কাদের টিকিট দেওয়া উচিত, কাদের টিকিট পাওয়া একেবারেই উচিত নয়, তা নিয়েই রাজ্যের শাসক শিবিরের অন্দরে প্রবল মতবিরোধ৷ এর জেরেই শাসক শিবিরের দুই নেতা নিজেদের মত করে ক্ষোভ প্রকাশ করতে বারবার দিল্লি ছুটছেন৷ এসবের মাঝে রবিবার বিজেপি মহারাষ্ট্রের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ এই তালিকায় একনাথ শিণ্ডে এবং অজিত পাওয়ার শিবিরকে গুরুত্ব দেওয়া হয়নি৷ তালিকা অনুযায়ী বিজেপি নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ভোটপ্রার্থী হচ্ছেন দক্ষিণ নাগপুর কেন্দ্র থেকে৷

Latest article