জেলে গ্যাংওয়ার, মৃত্যু বেড়ে ১১৬

Must read

প্রতিবেদন : বুধবার ২৪ জনের মৃত্যুর খবর মিলেছিল ইকুয়েডরের সংশোধনাগারে। সংখ্যাটা বেড়ে হল ১১৬। ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে পাঁচজন ছুরিকাঘাতে এবং বাকিরা গুলিতে মারা গিয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বন্দিরা গ্রেনেডও ছুড়েছে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ পাঁচ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে নেওয়ার পরেও চলতে থাকে সংঘর্ষ, গোলাগুলি ও গ্রেনেড ছোড়ার মতো ঘটনা। এতেই এতজন বন্দির মৃত্যু হয়। এইসব কয়েদিদের সঙ্গে মেক্সিকোর বিভিন্ন মাদক ব্যবসায়ী গ্যাংয়ের যোগাযোগ রয়েছে বলে খবর মিলেছে।

আরও পড়ুন: পাক মাটিতে ভারতের সঙ্গী চিন!

সংশোধনাগার কাদের নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে বেশ কিছু মাস আগেই বন্দিদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গত ফেব্রুয়ারিতেই এখানকার একটি কারাগারে সংঘর্ষে ৭৯ জন বন্দি নিহত হন। এদেশে এই ঘটনা এখন আকছারই ঘটছে।

Latest article