সংবাদদাতা, বিষ্ণুপুর : বাঁকুড়া জেলায় আমের উৎপাদন অন্য বছরের তুলনায় এবার কম। তার মধ্যেও দিল্লির ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যাল’-এ পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম। আগামী ১৬ জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি-সহ বিভিন্ন জাতের ১৫ মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথম দফায় সাড়ে পাঁচ মেট্রিক টন আম পাঠানো হচ্ছে। গত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি।
আরও পড়ুন-বিরাট জানে কী করতে হবে : সানি
সঙ্গে হিমসাগর, মল্লিকা, ফজলি, বেগমফুলি, ল্যাংড়া, আমের সঙ্গে স্বাদে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের আমপ্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যানপালন দফতর। এছাড়াও দুই প্রজাতির আম স্পেশালভাবে পাঠানো হচ্ছে আমেরিকান রেড পাল্মার ও মিয়া জাকি, যার প্রতি কিলোর মূল্য লক্ষাধিক টাকা। এটি বাঁকুড়া জেলার দুর্লভপুর ও ইন্দপুর বাগানে চাষ করা হয়েছে। গত বছর কৃষকেরা এই আম দেড় লক্ষ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এ বছরও দিল্লি থেকে অর্ডার এসেছে। মনে করা হচ্ছে, এই আম প্রতি কিলো দু লক্ষ দরে বিকবে। আর সঙ্গে দিল্লির আম উৎসবে সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…