প্রতিবেদন : মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে (Supreme Court) ৪৮ পাতার তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিলেন রাজ্যের আইনজীবী। এক বৃদ্ধার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, মামলা চলবে। আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ। তবে শীর্ষ আদালতের নির্দেশ, বিধাননগর দক্ষিণ থানায় দায়ের করা এফআইআরের ভিত্তিতে ওই মামলায় একমাসের মধ্যে চার্জশিট ফাইল করতে হবে পুলিশকে। জানুয়ারি মাসে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে। সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট জানিয়েছে, তদন্তে অসঙ্গতি আছে। পুলিশকে আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে। লক্ষণীয়, বাপের বাড়ির লোকেরা পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করছেন বলে দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক বিধবা মহিলা এবং তাঁর মেয়ে। তাঁদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সিসিটিভি ফুটেজেই এর প্রমাণ রয়েছে বলে দাবি। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু বৃদ্ধার অভিযোগ, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং তাঁর আইনজীবী স্বামী সিআইডির এই তদন্তে হস্তক্ষেপ করায় তদন্ত বিঘ্নিত হচ্ছে। বৃদ্ধার এই অভিযোগ শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্ভয়ে তদন্ত চালিয়ে যেতে বলে সিআইডিকে। এবং তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে বলে। সেইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা এবং তাঁর স্বামী তদন্তে হস্তক্ষেপ করলে তা-ও জানাতে বলে শীর্ষ আদালত। তদন্ত শেষ করে ডিসেম্বরের মধ্যে মুখবন্ধ খামে তথ্য পেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)।
আরও পড়ুন- কেন্দ্রের দ্বিচারিতায় অথৈ জলে বাংলার টেট প্রার্থীরা