ম্যারাথন রানার ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার অমৃতপাল

কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিং (Fauja Singh)-কে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার হলেন কানাডা-প্রবাসী অমৃতপাল সিং ধিলোঁ

Must read

প্রয়াত ‘টারব্যান্ড টর্নেডো’। কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিং (Fauja Singh)-কে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার হলেন কানাডা-প্রবাসী অমৃতপাল সিং ধিলোঁ। ঘটনার পর থেকে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে দু’দিন পর তাঁকে গ্রেফতার করা হল।

আরও পড়ুন-বিজেপি শাসিত রাজ্যগুলিতে চরমে বাংলা ও বাঙালি বিদ্বেষ, আজ পথে মুখ্যমন্ত্রী-অভিষেক

সোমবার জলন্ধরের কাছে নিজের গ্রামে রাস্তা পার হচ্ছিলেন প্রবীণ অ্যাথলেট ফৌজা সিং। সেখানে তাঁকে হঠাৎ করেই ধাক্কা মেরে পালিয়ে যায় একটি পাঞ্জাব রেজিস্টার্ড টয়োটা ফর্চুনার। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মারা যান তিনি। এরপরেই সিসিটিভি ফুটেজ দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে তদন্তে নামে পুলিশ। তদন্তে উঠে আসে গাড়িটি কপুরথলার বাসিন্দা বরিন্দর সিংয়ের নামে রেজিস্টার্ড। তাঁকে জেরা করতেই দেখা গেল গাড়িটি তিনি কিছুদিন আগে বিক্রি করে দিয়েছেন অমৃতপাল ধিলোঁকে। খোঁজ করতে জলন্ধরের করতারপুরে ধিলোঁকে পাওয়া যায়।

আরও পড়ুন-দিনের কবিতা

ধিলোঁ পুলিশকে জানিয়েছেন, মোবাইল ফোন বিক্রি করে ফেরার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এবং তিনি বলেন তিনি নাকি জানতেন না যাঁকে ধাক্কা দিয়েছেন, তিনি কিংবদন্তি অ্যাথলেট। পরে সংবাদমাধ্যমে দেখে গোটা ঘটনা বুঝতে পারেন। ধৃত অমৃতপাল সিং ধিলোঁ কানাডায় পরিবার নিয়ে থাকেন। এক সপ্তাহ আগে ভারতে এসেছেন। ঘটনার পর থেকেই লুকিয়ে ছিলেন। প্রসঙ্গত, ১৯১১ সালের ১ এপ্রিল পাঞ্জাবের একটি কৃষক পরিবারে জন্ম হয় ম্যারাথন রানার ফৌজা সিং এর। স্ত্রী মারা যাওয়ার পর ১৯৯০-র দশকে তিনি ইংল্যান্ডে চলে যান। ১৯৯৪ সালে পুত্রবিয়োগের শোকে দৌড়কে সঙ্গী হিসেবে বেছে নেন তিনি। ৮৯ বছর বয়সে, ২০০০ সালে, প্রথমবার লন্ডন ম্যারাথনে অংশ নেন। পরে টরেন্টো, নিউ ইয়র্ক-সহ একাধিক শহরে দৌড়বিদদের বিভাগে অংশ নিয়েছেন তিনি। তাঁর শেষ প্রতিযোগিতামূলক দৌড়টি ছিল ২০১৩ সালে, হংকং ম্যারাথনে ১০ কিলোমিটার বিভাগে। সেই সময়ে তাঁর বয়স ছিল ১০১ বছর। তবুও সময় নিয়েছিলেন ১ ঘণ্টা ৩২ মিনিট ২৮ সেকেন্ড।

Latest article