৩৬ দিন পর অবশেষে পুলিশের হাতে গ্রেফতার খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। আজ রবিবার সকালে পঞ্জাবের (Punjab) মোগা জেলার একটি গুরুদ্বারে (Gurdwara) তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তখনই গ্রেফতার করা হয় খালিস্তানি নেতাকে (Khalistani Leader)। আজ তাঁকে অসমে (Assam) স্থানান্তরিত করা হবে। অমৃতপাল সিংকে ভাতিন্ডা এয়ারফোর্স স্টেশনে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন-মাদক কারবারের আটক মিস ইংল্যান্ড
তারপর বিশেষ বিমানে তাঁকে অসমের ডিব্রগড়ে নিয়ে যাওয়া হবে। ভাতিন্ডার বিমানবন্দরে অমৃতপালের স্বাস্থ্য পরীক্ষা (Medical Check Up) করানো হচ্ছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অমৃতপাল আত্মসমর্পণ ও গ্রেফতারির আগে গুরুদ্বারে বসেছিলেন । সেখান থেকে খালিস্তান সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি।
আরও পড়ুন-সোমবার থেকে খুলছে স্কুল কলেজ, জানাল শিক্ষা দফতর
রবিবার সকাল ৭টা নাগাদ পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করেন অমৃতপাল সিং। তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশের কাছে আত্মসমর্পণের আগে খালিস্তানি নেতা অমৃতপাল সিং বলেন, “এটাই শেষ নয়।”