নিজেদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এবার প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহকে (Satish Shah) শ্রদ্ধা জানাল আমূল। আজ, সোমবার আমূলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে এক নতুন মনোক্রোম টপিক্যাল। লেখা হয়েছে ‘Hasaane Bhi Do Yaaro’। সঙ্গে ক্যাপশন, ‘আমূল টপিক্যাল: জনপ্রিয় কমেডি অভিনেতাকে শ্রদ্ধাঞ্জলি।’
প্রসঙ্গত, শনিবার ৭৪ বছর বয়সে কিডনি সংক্রান্ত সমস্যায় প্রয়াত হন সতীশ শাহ। রবিবার মুম্বইয়ের ভিলে পারলের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সোমবার ২৭ অক্টোবর, নির্ধারিত হয়েছে প্রার্থনা সভা। সেই পরিপ্রেক্ষিতেই এবার তাঁকে শ্রদ্ধা জানাল আমূল। ছবিটিতে চেয়ারে বসে রয়েছেন সতীশ শাহ। পাশে আঁকা হয়েছে তাঁর দুটি অত্যন্ত পরিচিত চরিত্র, ১৯৮৩ সালের ক্লাসিক ব্যঙ্গাত্মক ছবি ‘জানে ভি দো ইয়ারো’–র পৌর কমিশনার ডি’মেলো এবং ২০০৪ সালের জনপ্রিয় টিভি সিরিজ ‘সারাভাই ভার্সেস সারাভাই’–এর অমর চরিত্র ইন্দ্রবদন সারাভাই। মনোক্রোম টেক্সট ডিজাইন শাহের কমিক টাইমিংয়ের বিষয়টি আরো প্রকট করেছে। ছবির নীচে লেখা আছে ‘সতীশ শাহ ১৯৫১-২০২৫।’
আরও পড়ুন-মর্মান্তিক! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
সতীশ শাহ ১৯৭৮ সালে অরবিন্দ দেশাইয়ের ‘আজীব দাস্তাঁ’–র মাধ্যমে বলিউডে পা রাখেন। গোটা কেরিয়ারে ২৫০–রও বেশি সিনেমা আছে ঝুলিতে। প্রতিটি ছবিতেই তাঁর কাজ আলাদা মাত্রা এনেছে। হাস্যরসাত্মক ভূমিকায় তিনি চিরকালই সহজ ও স্বচ্ছন্দ ছিলেন সেই বিষয়ে সন্দেহ নেই।

