বৃহস্পতিবার জুরিখে ওয়ার্ল্ড জুনিয়র রোড রেস চ্যাম্পিয়নশিপের আসরে দুর্ঘটনার সম্মুখীন হন সুইজারল্যান্ডের তারকা সাইক্লিস্ট মুরিয়েল ফিউরার (Muriel Furrer)। এদিনের এই দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান তিনি। খুব দ্রুত হেলিকপ্টারে করে মুরিয়েলকে নিয়ে জুরিখ ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হগয়। যদিও শেষরক্ষা হয় নি। শুক্রবার বিকালে অনূর্ধ্ব-২৩ মেনস রোড রেসের ময়দানে মুরিয়েলের মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয়।
আরও পড়ুন-আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী, বন্যা নিয়ে পর্যালোচনা বৈঠক
আন্তর্জাতিক সাইক্লিং সংস্থা ও জুরিখ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজকদের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার রেস চলাকালী পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান মুরিয়েল। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয় নি। রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকদের তরফে খবর, চিকিৎসায় সাড়া দেননি সাইক্লিস্ট। দুর্ঘটনার কারণ নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য এখনও আসেনি। বিষয়টি এখন তদন্তের আওতায় তাই এই নিয়ে সংস্থার কেউই মুখ খুলতে রাজি নন। মুরিয়েলের অকাল প্রয়াণে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যাবতীয় বিনোদন অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবারের অনুরোধে টুর্নামেন্ট জারি রাখা হয়। মেডেল সেরেমনিতে কোনও সংগীত বাজানো হয়নি, এমনকি জাতীয় সঙ্গীতও গাওয়া হয়নি। প্রতিটি ইভেন্টের শুরুতে নীরবতা পালন করা হয় এবং জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় মুরিয়েলের ফুটেজ।