মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁওয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই অ্যাম্বুল্যান্সে ভয়াবহ আগুন। হঠাৎ করেই চালক দেখেন গাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই তীব্র বিস্ফোরণ হয় অ্যাম্বুল্যান্সে। নিমেষের মধ্যেই পুড়ে যায় গাড়িটি। তবে চালকের তৎপরতায় অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে দেওয়া হয় অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর সঙ্গীদের। ইতিমধ্যেই এই বিস্ফোরণের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। পুলিশ সূত্রে খবর, এক অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে একটি অ্যাম্বুল্যান্স জলগাঁও জেলা হাসপাতালে যাচ্ছিল। জলগাঁও শহরে উড়ালপুলের উপর হঠাৎ চালকের নজরে আসে গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিপদ বুঝে ওই মহিলা ও তাঁর পরিবারের লোকজনকে নামিয়ে দেন চালক। সকলে বেরিয়ে আসার পরই বিকট শব্দে বিস্ফোরণ হয়।
আরও পড়ুন-নয়ডার আনন্দ স্পেকট্রাম হাসপাতালে শিশুর চোখে ভুল অস্ত্রোপচার
জানা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সের ভিতরে অক্সিজেনের সিলিন্ডার ছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়। স্বাভাবিকভাবেই এমন এক ঘটনায় রীতিমত ভয় পেয়ে যান মহিলা। অসুস্থ বোধ করেন তিনি। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জলগাঁও জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত রিপোর্ট তলব করা হয়েছে পুলিশ ও পরিবহণ দফতরের তরফে।