লাগাতার ব্যর্থতার নজির বিএসএফের, মালদহ-মেখলিগঞ্জ সীমান্তে অশান্তি

সীমান্ত-লাগোয়া এলাকায় নিরাপত্তাহীনতায় বাসিন্দারা। প্রতিদিন তৈরি হচ্ছে অশান্তি। নিজেদের নিরাপত্তায় এবার ময়দানে নামলেন সীমান্ত-লাগোয়া গ্রামবাসীরাই।

Must read

প্রতিবেদন : ব্যর্থ বিএসএফ। সীমান্ত-লাগোয়া এলাকায় নিরাপত্তাহীনতায় বাসিন্দারা। প্রতিদিন তৈরি হচ্ছে অশান্তি। নিজেদের নিরাপত্তায় এবার ময়দানে নামলেন সীমান্ত-লাগোয়া গ্রামবাসীরাই। শুক্রবার মেখলিগঞ্জের কুচলিবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিজেরাই কাঁটাতারের বেড়ার সামগ্রী কিনে জিরো পয়েন্ট ধরে বেড়া দিতে যান গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, প্রতিদিন নিরপত্তাহীনতায় ভুগতে হয়। গ্রামে বাড়ছে অনুপ্রবেশের সংখ্যা। দুই দেশের সীমান্তরক্ষীরাই হাত গুটিয়ে বসে আছেন বলেও অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের আরও অভিযোগ, কুচলিবাড়ি সীমান্ত কাঁটাতারবিহীন হওয়ায় একদিকে যেমন অনুপ্রবেশ চলত, তেমনি চলত পাচার।

আরও পড়ুন-তৃণমূলে যোগ দিলেন কেরলের বিধায়ক, স্বাগত জানালেন অভিষেক

খোলা সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশিরা এসে এই পারে কৃষকদের চাষ করা ফসল কেটে নিয়ে যেত। অনেক সময় ছোটখাটো অপরাধও সংগঠিত করত বাংলাদেশি দুষ্কৃতীরা। বিষয়টি বিএসএফকে জানান স্থানীয়রা। কিন্তু কোনও লাভ হয়নি বলে অভিযোগ। একইভাবে মালদহে অনুপ্রবেশকারীদের হঠাতে শেষপর্যন্ত শূন্যে গুলি চালাতে বাধ্য হলেন সীমান্তরক্ষীরা। মালদহের সীমান্তে অনুপ্রবেশকারীদের রুখতে গুলি চালাল বিএসএফ। শুধু অনুপ্রবেশকারীরাই নয়, গুলির শব্দ শুনে প্রাণের ভয়ে কয়েকজন গরু পাচারকারীও গরু ফেলে পালাতে বাধ্য হল। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মালদহের খুটাদহ বর্ডার আউটপোস্টে কয়েকজন বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এপারে কয়েকজন ভারতীয় দালাল তাদের অভ্যর্থনার জন্য জড়ো হয়েছিল সীমান্তে। বালুরঘাটের ঘটনায় বিএসএফ-বিজিবি বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। মালদহের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এখানেও বিএসএফ-বিজিবি ফ্ল্যাগ মিটিং হলেও এখনও পর্যন্ত কোনও রফাসূত্র পাওয়া যায়নি।

Latest article