সংবাদদাতা, কোচবিহার : রাসচক্র তৈরির শিল্পী আলতাপ মিঞাকে আর্থিক সাহায্য করল কোচবিহার পুরসভা। রাস উৎসবকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় ছিল রাসমেলার উদ্বোধন। পুরসভার উদ্যোগে মেলার উদ্বোধনমঞ্চে আলতাপের হাতে আর্থিক অনুদান তুলে দেন পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ। ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা ও পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। রবীন্দ্রনাথ বলেন, রাজ আমল থেকে আলতাপ মিঞার পরিবার মদনমোহন মন্দিরের রাসচক্র গড়ে চলেছেন। তিনি অসুস্থ হলেও তাঁর পরিবার করে দেন। তাই আলতাপ মিঞাকে সাহায্য ও সম্মান জানানো হয়েছে।
আরও পড়ুন-যৌবন বাউল অলোকরঞ্জন
১৫ দিনের রাসমেলার মূল গেটের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কাউন্সিলার অভিজিৎ দে ভৌমিক, জেলাশাসক অরবিন্দকুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, জেলাপরিষদ সভাধিপতি সুমিতা বর্মন, আব্দুল জলিল আহমেদ সকলে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে রাসমেলার ইতিহাস নিয়ে লেখা বই প্রকাশিত হয়। রাসমেলা ঘিরে মঞ্চে অসম মুম্বই কলকাতার শিল্পীদের অনুষ্ঠান মনমাতাবে দর্শকদের। মেলা ঘিরে বসেছে সার্কাস ও নানা খেলার সামগ্রী। প্রায় তিন হাজার ব্যবসায়ী দোকান
সাজিয়ে বসেছেন।