”দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ” নবদম্পতিকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, সমাজের নানা চিরাচরিত নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখিয়েছেন এই দুই নারী।

Must read

অন্যরকম ভালোবাসার গল্প! সমাজের বাধা কাটিয়ে সম্প্রতি সুন্দরবনের (Sunderban) দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সমাজের কাছে মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন এই দুই তরুণী। কিছুদিন আগেই স্থানীয়দের সহযোগিতায় মন্দিরবাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ছোটবেলাতেই মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর কাছে বড় হয়েছেন রিয়া। রাখি যদিও নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাঁদের। বন্ধুত্বের পর ধীরে ধীরে তৈরি হয় গভীর সম্পর্ক। আর সেই সম্পর্ক থেকেই বিয়ের সিদ্ধান্ত।

আরও পড়ুন-ধৃত চিকিৎসককে জেরা করে উদ্ধার ৩০০ কেজি বিস্ফোরক ও রাইফেল

এই মর্মে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁদের শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ”সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ – স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার। সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়ে তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে গর্বের।সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম ক’রে লক্ষ্যে স্থির থেকেছেন – প্রকৃত ভালোবাসাকে প্রাধান্য দিয়েই। তাঁদের এই পবিত্র ভালোবাসা চিরঅক্ষয় থাকুক। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর এই নবদম্পতিকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ওদের জীবনে। রঙিন হয়ে উঠুক আগামীর পথ। বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জোরেই আমাদের সমাজ অচলায়তন ভেঙে ও সংকীর্ণতাকে পিছনে ফেলে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে।”

আরও পড়ুন-রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, সমাজের নানা চিরাচরিত নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখিয়েছেন এই দুই নারী। সুন্দরবনের এই গল্প নতুন প্রজন্মকে বুঝিয়ে দিল ভালবাসার কোনও লিঙ্গ নেই, কোনও সীমা নেই।

Latest article