দেশে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত, দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।

Must read

প্রতিবেদন : দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি কোটিপতি নন, তিনি হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। সম্প্রতি এডিআর একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টেই দেখা যাচ্ছে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মোট সম্পদের পরিমাণ মাত্র ১৫.৩৮ লক্ষ টাকা।

আরও পড়ুন-দিল্লি বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা উদ্ধার

জমি ও বাড়ির মতো স্থাবর সম্পত্তি তাঁর নেই। অস্থাবর সম্পত্তি হিসেবে তাঁর ব্যাঙ্ক-ব্যালেন্সও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পদের পুরোটাই নগদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাদামাটা জীবনযাপন করেন। এই জীবনটাই তাঁর পছন্দ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাতবারের সাংসদ, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী, পরপর তিন টার্ম মুখ্যমন্ত্রী। তিনি বেতন নেন না। সাংসদ পদের জন্য প্রাপ্ত পেনশনও নেন না। নিজের বই ও গানের রয়্যালটিই তাঁর রোজগারের একমাত্র উৎস। সেই উপার্জনেই তাঁর সরল সাধারণ জীবনযাপন। এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবথেকে গরিব মুখ্যমন্ত্রী যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই সবথেকে ধনী মুখ্যমন্ত্রীর শিরোপা উঠেছে বিজেপি-বান্ধব চন্দ্রবাবু নাইডুর মাথায়। গত বছরের শেষে প্রকাশিত এডিআর রিপোর্টেও দেশের দ্ররিদ্রতম মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি ছাড়া দেশের বর্তমান ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শুধু কোটিপতি নন। তবে ওমরের মোট সম্পত্তির পরিমাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় প্রায় চার গুণ। ওমরের স্থাবর-অস্থাবর সম্পত্তি ৫৫.২০ লক্ষ টাকার।

আরও পড়ুন-ভাইরাল হওয়ার নেশা! বাইক নিয়ে ওডিশার রাস্তায় স্টান্ট দেখিয়ে বিপাকে ‘স্পাইডারম্যান’

দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ যেখানে ১ হাজার ৬৩২ কোটি টাকা, সেখানে একা চন্দ্রবাবু নাইডুর হাতেই রয়েছে ৫৭ শতাংশ। নাইডুর পরেই ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তিনি মোট ৩৩২ কোটি টাকার মালিক। তৃতীয় স্থানে রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মোট সম্পত্তি ৫২ কোটি টাকার। এই হিসেব বিগত বিধানসভা নির্বাচনে দাখিল করা হলফনামার ভিত্তিতে।

Latest article