দুই কবি স্মরণে এক প্রদর্শনী

সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়। দুই কবি। দুই অভিন্নহৃদয় বন্ধু। সমবয়সী কবি-বন্ধুর সঙ্গে মিলে শাসন করতেন মধ্যরাতের কলকাতা।

Must read

প্রতিবেদন : সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়। দুই কবি। দুই অভিন্নহৃদয় বন্ধু। সমবয়সী কবি-বন্ধুর সঙ্গে মিলে শাসন করতেন মধ্যরাতের কলকাতা। তাঁরা প্রথম যৌবনেই মিথ। গদ্য ও পদ্যের দুয়ারে এমনভাবে নাড়া দিয়েছিলেন, সন্নিষ্ঠ পাঠক সচকিত হয়েছিলেন। বাংলা কবিতা যখন রক্তহীনতায় ভুগছিল, এই দুই কবি তার শিরায় রক্ত ঢেলেছিলেন। বদলে দিয়েছিলেন বাংলা কবিতার ভাষা। ঘটিয়েছিলেন বাঁকবদল। দু’জনেই আছেন পাঠকের হৃদয়ে।

আরও পড়ুন-প্রশাসনিক বৈঠকে সেচমন্ত্রী, ধমক দিলেন আধিকারিকদের

মঙ্গলবার, গগনেন্দ্র প্রদর্শশালায় সূচনা হল এক প্রদর্শনীর। শিরোনাম ‘সুন্দর রহস্যময়’। উদ্বোধন করে কবি জয় গোস্বামী বলেন, পনেরো বছর বয়সে আমি এই দুই কবির নাম একসঙ্গে শুনি। ছাপ্পান্ন বছর কাটিয়ে আজও এই নাম দুটি বাংলা সাহিত্যের পাঠকরা একসঙ্গে শুনতে পান। খুব আশ্চর্যের ঘটনা যে, বাংলা সাহিত্যের জলহাওয়ায় নাম দুটোকে সমানভাবে ভেসে বেড়াতে দেখা যায় আজও। একেই অমরত্ব বলে। একজন তিরিশ বছর আগে, আরেকজন তেরো বছর আগে চলে গেছেন। কিন্তু তাঁদের চলে যাওয়ার কোনও ছাপ পড়েনি, কারণ, তাঁরা যা লিখে গেছেন, তা হৃদয়ে থেকে গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শক্তি-জায়া মীনাক্ষী চট্টোপাধ্যায়, কবি অভীক মজুমদার, নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য, অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ। পরিকল্পনা ও রূপায়ণে সৌমিত্র মিত্র। আয়োজনে আবৃত্তিলোক।

Latest article