হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ, ছিন্নভিন্ন মালিকের দেহ

Must read

নদিয়ার হরিণঘাটায় (Haringhata) আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার মালিকের। দেহ ছিন্নভিন্ন। আহত হয়েছেন আরও এক।

স্থানীয়দের মতে, এটি একটি ছোট বরফকল, যেখানে আইসক্রিমও তৈরি করা হয়। বুধবার সকালে তিনজন কর্মী কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। ধারণা, কারখানার মেশিনের কমপ্রেসার ফেটে এই বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন- যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে সিটের সদস্যরা, গ্রেফতার বেড়ে ছয়

নিহত সন্তোষ রায় নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর গৌরাঙ্গপাড়ার বাসিন্দা। বিস্ফোরণের জেরে কারখানার বড় ক্ষতি হয়েছে। ছাদের টিন ফেটে যায় এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় এবং চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মৃদুল সরকার বলেন, “হঠাৎ ভয়ঙ্কর একটি শব্দ শুনলাম। ১০ মিনিটের মধ্যেই জানলাম কারখানার মালিক মারা গিয়েছেন। ঘটনাস্থলে যা দেখলাম, তা সত্যিই ভয়ঙ্কর। মালিকের দেহ গুরুতর ক্ষতিগ্রস্ত, বুক থেকে মাথা পর্যন্ত নেই। দেওয়ালে রক্তমাখা অংশ ছড়িয়ে আছে। বিস্ফোরণের জোরে ছাদের টিনও উড়ে গিয়েছে।”

খবর পেয়ে হরিণঘাটা (Haringhata) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, দশ বছর ধরে কারখানাটি চললেও এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

Latest article