সংবাদদাতা, বারাসত : ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে শক্তিশালী হচ্ছে তৃণমূল। মঙ্গলবার বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বারাসত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য ও তাঁর স্বামী প্রাক্তন কাউন্সিলর-সহ প্রায় ৩০০ জন অনুগামী।
আরও পড়ুন-তাঁত ও খাদি শিল্পীদের উন্নয়নে নয়া পরিকল্পনা, চালু হচ্ছে সমবায়ের বন্ধ অ্যাকাউন্ট
সাংসদের হাত থেকে দলীয় পতাকা নিয়ে চৈতালি জানান, লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের উন্নয়নে শামিল হলাম। এদিন মধ্যমগ্রামে বারাসত পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত প্রধান-সহ দলের সব স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী-সহ অন্যরা। সাংসদ বলেন, জয়ের জন্য তৃণমূল প্রস্তুত। বিগত দিনের থেকেও বেশি ভোটে জিতব। বিভিন্ন দলের আরও কর্মী-সমর্থকরা আগামিদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে তৃণমূলে যোগ দেবেন। এদিনের বৈঠকে গঠিত হয় পার্লামেন্টারি কমিটি। প্রচার কর্মসূচির একটি তালিকাও কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।