সিডনিতে পুলিশের গুলিতে মৃত্যু হল এক ভারতীয়ের (Indian)। মৃত ভারতীয়ের (Indian) নাম মহম্মদ রহমতুল্লা সৈয়দ আহমেদ (Mohamed Rahmathullah Syed Ahmed)। তাঁর বিরুদ্ধে এক সাফাইকর্মীকে ছুরি মারার অভিযোগ ছিল। পুলিশ ঘটনাস্থলে এলে রহমতুল্লা তাঁদেরও মারধর করার হুমকি দেন বলে অভিযোগ। জানা গিয়েছে, তামিলনাড়ুর বাসিন্দা রহমতুল্লা মঙ্গলবার এক সাফাইকর্মীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। সাফাইকর্মীকে বেধড়ক মেরে মাটিতে ফেলে দিয়ে তাঁকে ছুরি মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁদেরও মারধর করার হুমকি দেন রহমতুল্লা। তার পরেই পুলিশ গুলি চালায়। বুকে গুলি লেগে মৃত্যু হয় রহমতুল্লার। হাসপাতালে ভর্তি ওই সাফাইকর্মীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এ ঘটনায় সিডনির ভারতীয় দূতাবাস জানিয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।
আরও পড়ুন: পাক গুপ্তচর বেলুন এবার কোথায়?