প্রাথমিক বিদ্যালয়ে নবজোয়ার আনার উদ্যোগ

রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলির মাধ্যমে উপকৃত গ্রামবাংলার প্রতিটি ছাত্রছাত্রী

Must read

সংবাদদাতা, মালদহ : রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগুলির মাধ্যমে উপকৃত গ্রামবাংলার প্রতিটি ছাত্রছাত্রী। প্রাথমিক বিদ্যালয়গুলোর পঠনপাঠন ও পরিকাঠামো উন্নয়নে এক অভিনব কর্মসূচি নিল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা দফতর। নাম ‘বিদ্যালয় উন্নয়ন কর্মসূচি’। এটি শুরু করার জন্য ইতিমধ্যেই জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক), জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান, শিক্ষা কর্মাধ্যক্ষ, অবর বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে একটি বৈঠক হয়েছিল।

আরও পড়ুন-মিঠুনকে কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন জানান, প্রাথমিকভাবে জেলার ১০টি বিদ্যালয়কে বেছে নেওয়া হচ্ছে। রতুয়া ব্লকের জঞ্জালিটোলা প্রাথমিক বিদ্যালয়, আইলপাড়া, দক্ষিণ সাহাপাড়া ও বৈদ্যনাথপুর প্রাথমিক বিদ্যালয়, হবিবপুরের ওলতারা প্রাথমিক বিদ্যালয়, গাজোলের বাগদাপাড়া, মালঞ্চ, উত্তর বাবুপুর এমজিডি প্রাথমিক বিদ্যালয়, ইংরেজবাজারের চণ্ডীপুর জুনিয়র বেসিক স্কুল, বামনগোলার শিলতানি ছোটোপাথারি প্রাথমিক বিদ্যালয়। এই দশটি বিদ্যালয়ে সভাও হয়েছে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবক, এলাকার সমাজসেবী ও বিশিষ্ট জনেদের নিয়ে স্থানীয় স্তরে একটি কমিটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-রাজ্যের প্রবাসীদের জন্য পৃথক পরিচয়পত্র চালু

প্রাথমিক বিদ্যালয়গুলির পঠনপাঠন নিয়ে প্রস্তাব দেবে এই কমিটি। সেই অনুযায়ী পড়াবেন শিক্ষক-শিক্ষিকারা। কেউ আর্থিক সাহায্য, দরজা জানালা, ক্রীড়াসামগ্রী দান করতে পারবেন। এই কর্মসূচি সফল হলে আগামীদিনে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এটি চালু করা হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

Latest article