সংবাদদাতা, নববারাকপুর : মহিলাদের আরও বেশি স্বাবলম্বী করতে মহিলাদের সেলাই কার্যালয় উদ্বোধন করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায়, নিউ বারাকপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে, রাখালচন্দ্র তরুবালা স্মৃতিভবনের দ্বিতলে। পুরসভার ২০টি ওয়ার্ডে সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের চক্রিকা নামাঙ্কিত সেলাই কার্যালয়ের উদ্বোধন করেন চন্দ্রিমা।
আরও পড়ুন-মেয়েদের অধিকার রক্ষায় সরব হয়েছিলেন রামমোহন
এদিন তিনি বললেন, ২০০৮-এ মহিলা ও শিশুদের উন্নয়নের স্বার্থে সামাজিক সংগঠন ‘একান্নবর্তী’র সূচনা হয়। মহিলাদের বিশেষ করে শহরি রোজগার যোজনার মহিলা, যাঁরা জামাকাপড় তৈরি করে বিক্রি করেন, যাতে আরও বেশি করে স্বাবলম্বী হতে পারেন, তাই একান্নবর্তী ও পুরসভার উদ্যোগে এই প্রয়াস। ২০টি সেলাই মেশিনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জামাকাপড় তৈরির প্রশিক্ষণ নিয়ে নিজেদের বেশি করে স্বনির্ভর করতে পারবেন, বলেন মন্ত্রী। ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপপ্রধান স্বপ্না বিশ্বাস, রাজ্য নগর জীবিকা মিশনের সিটি ম্যানেজার ড. তপনকুমার জানা, মৃদুলা সাহা, কুন্তলা সাহা প্রমুখ। মন্ত্রী শুভেচ্ছা জানান পুরসভাকে।