পুরীতে বলভদ্রের মূর্তি (Balaram Idol) পড়ে যাওয়ার ঘটনায় তৈরি করা হল তদন্ত কমিটি। মঙ্গলবার রাতে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময়ে পড়ে যায় বলভদ্রের মূর্তি (Balaram Idol)। আহত হয়েছিলেন ১২ জন সেবায়েত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার এই ঘটনা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটি গড়ল পুরীর জগন্নাথ মন্দির কমিটি।
আরও পড়ুন- উত্তরপ্রদেশের পর এবার বিহার, বজ্রপাতে ২৪ ঘণ্টায় মৃত ২৫
উল্টোরথের পর ১০ দিনের মধ্যে এই কমিটির রিপোর্ট জমা দিতে হবে। এসজেটিএ-র মুখ্য প্রশাসক ভি ভি যাদব জানিয়েছেন, এই কমিটি ঘটনার দিনের ভিডিও ফুটেজগুলি পরীক্ষা করবে। খতিয়ে দেখবে দায়িত্বপ্রাপ্ত সেবায়েতরা সেখানে ছিলেন কি না। পাশাপাশি, আনুষঙ্গিক বিষয়গুলিও কমিটির সদস্যরা তদন্ত করে দেখবেন।