প্রতিবেদন : রাজ্যের সচিবালয় নবান্নের (Nabanna) নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা হল। ভবনে ঢোকার সময় সমস্ত গাড়ির নিচের অংশে স্ক্যান করার ব্যবস্থা চালু হয়েছে। এজন্য নবান্নের প্রধান প্রবেশপথে আধুনিক প্রযুক্তির আন্ডার ভেহিকেল স্ক্যানিং সিস্টেম বসানো হয়েছে। জানা গিয়েছে, নিরাপত্তার কারণে নবান্ন চত্বরে গাড়ির প্রবেশ পথের মুখে ‘বোলার্ড’ নামক ধাতব থাম বসানো হয়েছে। গাড়ি সম্পূর্ণভাবে স্ক্যান করার পরেই এই ‘বোলার্ড’ পেরিয়ে গাড়ি ভিতরে যাওয়ার ছাড়পত্র পাচ্ছে। এছাড়া সচিবালয় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে আরও ২৫টি জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যেগুলি অন্ধকারেও ছবি তুলতে সক্ষম।
আরও পড়ুন-বিধান পরিষদের প্রশ্নের মুখে মন্দিরে কর বসানোর বিল
মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহজনক ব্যক্তির প্রবেশ, তাঁর কনভয়ে গাড়ি ঢুকে পড়ার মতো সাম্প্রতিক কিছু ঘটনার পর সচিবালয়ের নিরাপত্তা নতুন করে পর্যালোচনা করা হয়। এর পরেই বাড়ানো হয়েছে নবান্নের নিরাপত্তা। যেমন নজরদারি রাখা হচ্ছে নবান্নে আসা গাড়িগুলোর উপর, তেমনই দর্শনার্থীদের উপর রাখা হচ্ছে বিশেষ নজর। নজরদারির জন্য প্রাথমিকভাবে অতিরিক্ত সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দেখে নেওয়া হয়, আগে বসানো সিসিটিভির ক্যামেরায় কোন অঞ্চলগুলোর দৃশ্য ধরা পড়ছে। যে অংশগুলোর দৃশ্য ধরা পড়ছিল না, সেই অংশগুলোতে বসানো হয় আধুনিক সিসিটিভির ক্যামেরা। এছাড়াও নিরাপত্তার কারণে বসানো হয়েছে বুম ব্যারিয়ার। নবান্নের আশপাশেও যাতে ইচ্ছামতো কেউ ঘোরাঘুরি করতে না পারেন, তার জন্যই রয়েছে নজরদারি। নবান্নের ভিতর নিরাপত্তার জন্য দর্শনার্থীদের উপরও বিশেষ নজির রাখা হচ্ছে। নিরাপত্তা কর্মী ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মীদেরও পরীক্ষা করতে। এ ছাড়াও প্রত্যেকটি তলার দর্শনার্থীর জন্য রয়েছে আলাদা আলাদা ‘ভিজিটার্স কার্ড’। দর্শনার্থীদের ওই কার্ড গলায় ঝোলানো আবশ্যিক। এছাড়াও ওই কার্ডে বড় করে লেখা কোন তলার দর্শনার্থী তিনি। সংবাদ মাধ্যমের কর্মীদের ক্ষেত্রেও কড়া নজরদারি করা হয়েছে।
সম্প্রতি নবান্নে (Nabanna) নতুন ফ্লোর অ্যাক্সেস কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। একতলার উপরে উঠতে চাইলে তখন এই কার্ড প্রয়োজন পড়ে। কার্ড মেশিন ঠেকালে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গেটটি খুলে যায়। পাশাপাশি, এই সুরক্ষা ব্যবস্থাটির সম্পূর্ণ রূপ দিতে নবান্নের প্রতিটি করিডরে দু’টি করে সিকিউরিটি গেটও বসানো হয়েছে। প্রতিটি গেটের গায়ে আছে কার্ড সোয়াপিং মেশিন।