প্রতিবেদন : বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে টাটা স্টিল দাবা টুর্নামেন্ট। ধনধান্য প্রেক্ষাগৃহে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের সঙ্গে লড়াই তরুণ প্রজন্মের দাবাড়ুদের। র্যাপিড এবং ব্লিৎজ– দু’ইভেন্টেই হবে টুর্নামেন্ট। দীর্ঘ ছ’বছর পর কলকাতায় খেলবেন আনন্দ।
আরও পড়ুন-দিনের কবিতা
মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়ার মুখোমুখি হয়ে আনন্দ বলেন, অনেক বছর পর ফের কলকাতায় খেলব। আমি দারুণ খুশি। এখানে দাবার পরিকাঠামো যথেষ্ট ভাল। অনেক নতুন মুখও উঠে এসেছে। সত্যি কথা বলতে কী, দাবাও অনেক বদলে গিয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডোম্মারাজু গুকেশ শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিলেও, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাটিদের মতো তরুণ ভারতীয় দাবাড়ুদের সঙ্গে মগজাস্ত্রের লড়াইয়ে নামতে হবে আনন্দকে। তিনি অবশ্য বলছেন, ভারতে প্রচুর প্রতিভাবান দাবাড়ু উঠে এসেছে। নতুন প্রজন্মের সঙ্গে লড়াই কঠিন চ্যালেঞ্জ। তবে আমি সেটা উপভোগ করতে চাই।

