ধূলিয়ান রাজবাড়ির প্রাচীন জগদ্ধাত্রীপুজো

সপ্তমীর পুজোতে ছিলেন বাড়ির সদস্যরা। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেবীদর্শনে আসেন ভক্তরা।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: মুর্শিদাবাদের ধূলিয়ান রাজবাড়ির প্রাচীন জগদ্ধাত্রীপুজো শুরু হল। হিন্দু পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীর দিন থেকে শুরু হয় পুজো। ধূলিয়ান রাজবাড়ির পুজো ১৮৮৬ সাল থেকে এই বাড়িতে হয়। তার আগে অনুপনগর মাহালে হত। ভবানীচরণ রায় পুজোর পত্তন করেন। পুজোর নিয়ম একটুও বদলায়নি।

আরও পড়ুন-দেখুড়িয়ায় ৪৫০ বছরের জগদ্ধাত্রী

কাজের সূত্রে বাইরে থাকলেও রাজবাড়িতে হামেশাই আনাগোনা থাকে পরিবারের সদস্যদের। পরিবারের সদস্য সুদীপ রায় জানিয়েছেন, দুর্গাপুজো এবং জগদ্ধাত্রীপুজোতে কলকাতায় থাকলেও পুজো পুজো ভাব মনে হয় না। তাই কাজের সূত্রে যেখানেই থাকি না কেন, পুজোর সময় ধূলিয়ান না এলে মন শান্তি পায় না। ইতিমধ্যেই ধূলিয়ান রাজবাড়ির সামনে বসেছে মেলা। সপ্তমীর পুজোতে ছিলেন বাড়ির সদস্যরা। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেবীদর্শনে আসেন ভক্তরা।

Latest article