সংবাদদাতা, জঙ্গিপুর : সাগরদিঘির বোখরা গ্রামের এক চিকিৎসকের পুরনো বাড়ি ভাঙার সময় মাটির নিচে মিলল প্রাচীন আমলের রৌপ্যমুদ্রা। বাড়িটির খননকাজ চালানোর সময় কয়েকজন শ্রমিক কয়েকটি রুপোর মুদ্রা পান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাগরদিঘি থানার পুলিস এলাকাবাসীর সঙ্গে কথা বলে। থানার এক পুলিশ অফিসার বলেন, ১৮৬২ ও ১৮৭৮ সালের তিনটি রুপোর মুদ্রা শ্রমিকরা পেয়েছেন বলে গ্রামের মানুষ জানিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই উৎসুক জনতা ওখানে ভিড় জমান।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে গড়া পুরুলিয়া মেডিক্যালে বাড়ল পরিষেবা
তবে বাড়ির মালিক আসিফ মোল্লা বলেন, বাড়ি ভাঙার সময় আসলে কিছুই পাওয়া যায়নি। এসব কথাই মানুষের রটানো গুজব। কিন্তু খননশ্রমিকরা যে বাড়ি ভাঙতে গিয়ে আঠারো শতকের তিনটি প্রাচীন রুপোর মুদ্রা পেয়েছেন তার ছবিও দেখান তাঁরা। ফলে মালিকের বক্তব্য নিয়ে দানা বেঁধেছে রহস্য।