প্রতিবেদন : অণ্ডালবাসীর জন্য সুখবর। সুখবর উত্তরের বাগডোগরাবাসীদের জন্যও। এবার সরাসরি বাগডোগরা, ভুবনেশ্বর এবং গুয়াহাটি আকাশপথে যুক্ত হচ্ছে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের সঙ্গে। অণ্ডালের এই বিমানবন্দরটি রাজ্যের একমাত্র বেসরকারি বিমানবন্দর। উড়ান সংস্থা ইন্ডিগো ৩০ আগস্ট ভুবনেশ্বর থেকে সপ্তাহে সাতদিন উড়ান চালাবে অণ্ডালে। তার মধ্যে ভুবনেশ্বর থেকে এসে চারদিন বাগডোগরা যাবে বিমান। ফেরার পথে অণ্ডাল হয়েই ভুবনেশ্বরে উড়ে যাবে।
আরও পড়ুন-বিরাট জানে কী করতে হবে : সানি
এর ফলে ভুবনেশ্বরের সঙ্গেও অণ্ডালের যোগাযোগ বাড়বে। বাকি তিনদিন একইভাবে অণ্ডাল থেকে গুয়াহাটি যাতায়াত করবে উড়ান। এই মুহূর্তে অণ্ডাল থেকে সপ্তাহে চারদিন মুম্বইয়ের উড়ান রয়েছে। বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে সপ্তাহে সাতদিনই উড়ান চলে। ১৬ মে থেকে অণ্ডাল থেকে চেন্নাই সপ্তাহে তিনদিন উড়ান চালু হয়েছে। সবই চালাচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। বিমানবন্দরের ডিরেক্টর কৈলাস মণ্ডল জানান, ভুবনেশ্বর, গুয়াহাটি ও বাগডোগরা রুটে পরিষেবার সময়সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। নতুন নতুন রুটে উড়ান চালুর খবরে খুশি স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বাগডোগরা রুটে বিমান পরিষেবা শুরু হওয়ায় উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-দিল্লির আম-উৎসব মাতাতে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে সকাল সওয়া ১১টা নাগাদ বিমান ছাড়বে। অণ্ডালে নামবে বেলা ১২টা ৫৫ নাগাদ। সোম, বুধ, শুক্র ও রবিবার সেই বিমান সওয়া ১টা নাগাদ অণ্ডাল থেকে ছেড়ে বাগডোগরা পৌঁছবে দুপুর ২টো ২০ নাগাদ। বাগডোগরা থেকে বিমানটি দুপুর ২টো ৫৫-য় ছাড়বে এবং দুর্গাপুর পৌঁছবে বিকাল ৪টা ৫ নাগাদ। আধ ঘণ্টা পরে ছেড়ে সেই বিমান ভুবনেশ্বরে পৌঁছবে সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ। সপ্তাহের বাকি তিন দিন ভুবনেশ্বর থেকে এসে দুপুর সওয়া ১টা নাগাদ বিমান রওনা দেবে গুয়াহাটির উদ্দেশ্যে। পৌঁছবে দুপুর ২টো ৪০ নাগাদ। বিকাল ৩টে ১০ নাগাদ গুয়াহাটি থেকে ছেড়ে আবার দুর্গাপুরে পৌঁছবে বিকেল ৪টা ৫০ নাগাদ। সেখান থেকে ৫টা ১০ নাগাদ বিমান ছেড়ে ৬টা ৫৫ নাগাদ পৌঁছবে ভুবনেশ্বরে।