পরপর দু’দিন আন্দামানের বিমান বাতিল, যাত্রীবিক্ষোভ

Must read

প্রতিবেদন : কারণ অজানা। কিন্তু পরপর দু’দিন কলকাতা থেকে পোর্টব্লেয়ার যাওয়ার বিমান বাতিল (Andaman flights)। ফলে পুজোর দিনে হয়রানির একশেষ যাত্রীদের। স্বাভাবিকভাবেই কলকাতা বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। কথা ছিল ০৮৬৯ বিমানটি পোর্টব্লেয়ারের (Andaman flights) অভিমুখে যাত্রা শুরু করবে মহাষ্টমীর সকাল ৭টা ২৫ মিনিটে। যাত্রীরা বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন যথাসময়ই। কিন্তু দেখা গেল বিমান ছাড়ার ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। কেউই কোনও উত্তর দিচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ পরে বিমান কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বিমান বাতিল। মাথায় হাত যাত্রীদের। কারণ, এই নিয়ে পরপর দু’দিন বাতিল হল এই বিমান। আগের দিনও ঘটেছিল একই ঘটনা। এদিনও বিমান বাতিলের সুনির্দিষ্ট কোনও কারণ জানাতে না পারায় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিমানবন্দরের ভেতরেই বিক্ষোভ শুরু করেন ১৬৯ জন যাত্রী। তাঁদের অভিযোগ, খাবার এবং জলেরও কোনও ব্যবস্থা করেনি বিমান কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বিদ্যুৎ চুরির দায়ে ১,২৮২টি পুজো কমিটিকে জরিমানা

Latest article