প্রেমে ‘না’ বলায় তরুণীকে কুপিয়ে মুখে অ্যাসিড, অন্ধ্রে নারী সুরক্ষা তলানিতে

Must read

মোদিবন্ধু চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) নারী সুরক্ষা নিয়ে আবারও উঠল প্রশ্ন। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজের সহপাঠীর ওপর নৃশংস অত্যাচার চালাল যুবক। তরুণীকে প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে মুখে ঢেলে দিল অ্যাসিড। কারণ কী? ওই তরুণী যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন।

আরও পড়ুন- মহাকুম্ভে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১০

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে অন্ধ্র প্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লীর একটি কলেজে এই নৃশংস ঘটনাটি ঘটে। শুক্রবার তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল অভিযুক্ত যুবক। তখনই তরুণী ‘না’ বলে দেন। আর তারপরই তরুণীকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে অভিযুক্ত। মেয়েটি মাটিতে পড়ে গেলে অভিযুক্ত তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারে। বর্তমানে মদনপল্লীর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত তরুণী।

Latest article