গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার

শনিবার টাউনসভিলে দুর্ঘটনাটি ঘটে।

Must read

শ্যেন ওয়ার্নের শোক কাটার আগেই ফের দুঃসংবাদ ক্রিকেটে দুনিয়ায়। প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ( Australia) ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ( Andrew Symonds)। জানা গিয়েছে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অলরাউন্ডার। মৃত্যু কালে বয়স হয়েছিল ৪৬ বছর। শনিবার টাউনসভিলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সময় রাত ১১টা নাগাদ গাড়িটি অ্যালিস রিভার ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার সময় উল্টে যায়।

আরও পড়ুন-চিকেন-ফুচকার অভিনব স্বাদ পাবেন ফুচকা গ্রামে

এদিন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “শনিবার রাত ১১টা নাগাদ অস্ট্রেলিয়ার টাউনসভিলে থেকে ৫০ কিলোমিটার দূরে অ্যালিস রিভার ব্রিজে গাড়ি দুর্ঘটনায় মারা যান অজি ক্রিকেটার। ব্রিজ থেকে বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তাঁর।”

আরও পড়ুন-মুর্শিদাবাদে ভ্রাম্যমাণ ট্রাফিক আদালত

সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২৬টি টেস্ট। একদিনের ম‍্যাচ খেলেছেন ১৯৮টি এবং টি-২০ খেলেছেন ১৪টি। অজিদের হয়ে  ১৯৯৮ এবং ২০০৯ সালে দু’বার বিশ্বকাপও জিতেছিলেন সাইমন্ডস। আন্তর্জাতিক ক্রিকেটে সাইমন্ডসের অভিষেক ঘটে ১৯৯৮ সালে। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ম্যাচে প্রথম অভিষেক ঘটে ছিল এই অজি অলরাউন্ডারের। এক দিনের ক্রিকেটে করেছিলেন  ৫০৮৮ রান। নিয়েছিলেন ১৩৩টি উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। নিয়েছিলেন ২৪টি উইকেট।

Latest article