পথশিশুদের খাবার দিতে দুয়ারে অঙ্গনওয়াড়ি

পথশিশুদের সামাজিক অধিকার রক্ষায় ও তাদের সামগ্রিক উন্নয়নে আলিপুরদুয়ারে এই কর্মসূচি পাইলট প্রোজেক্ট হিসেবে চালু হল।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: রাজ্য সরকারের উদ্যোগে শিশু বিকাশ প্রকল্পের আধিকারিকরা পথশিশুদের কাছে পৌঁছে দিচ্ছেন রান্না-করা খাবার। আলিপুরদুয়ারের একাধিক আইসিডিএস সেন্টার থেকে প্রতিদিন রান্না-করা খাবারের প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা রাস্তায় ঘুরে ঘুরে পথশিশুদের হাতে তুলে দিচ্ছেন।

আরও পড়ুন-মঙ্গলবার শিলিগুড়ি, বুধবার মেঘালয়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পথশিশুদের সামাজিক অধিকার রক্ষায় ও তাদের সামগ্রিক উন্নয়নে আলিপুরদুয়ারে এই কর্মসূচি পাইলট প্রোজেক্ট হিসেবে চালু হল। প্রথমে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো প্রায় ৩৫ জন পথশিশুকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই প্রতিটি পথশিশুর কাছে পৌঁছে যাবে রান্না-করা খাবার। খাবারের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যম ‘প্রযত্ন’ নামে একটি কিট প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে তারা সুস্থভাবে বাঁচতে পারে। এই কিটে শিশুদের ব্রাশ করার জন্য একটি পেস্ট ও একটি ব্রাশ, স্নান করার জন্য সাবান এবং চুলের যত্ন নিতে একটি চিরুনিও থাকছে। আলিপুরদুয়ারের সিডিপিও প্রণয় দে জানান, আগামী একমাস এই প্রকল্পপের সমস্ত দিক খতিয়ে দেখে এই পাইলট প্রজেক্ট-এর ভবিষ্যৎ ঠিক করা হবে।

Latest article