লছিমপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র

রাজ্যে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের কাজ লাগাতার চলছে।

Must read

সংবাদদাতা, রামনগর : রাজ্যে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের কাজ লাগাতার চলছে। তারই অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুরের রামনগর-১ ব্লকের তালগাছাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের লছিমপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন গৃহের উদ্বোধন হল। ১২ লক্ষ টাকা ব্যয়ে নতুন গৃহটি গড়ে তোলা হয়েছে। সংশোধনাগার মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অখিল গিরি উদ্বোধন করে বলেন, শিশুশিক্ষায় এই ধরনের কেন্দ্রগুলির গুরুত্ব অপরিসীম। নতুন গৃহ পেলে ছাত্রছাত্রীরা খুশি হয়।

আরও পড়ুন-শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক, গ্রেফতারির দাবিতে কলকাতা থেকে যাবেন তৃণমূল নেতৃত্ব

শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। অনুষ্ঠানে ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মহাপাত্র, উপপ্রধান সাগরিকা চন্দ, পঞ্চায়েত সদস্য আতঙ্কভঞ্জন জানা, প্রাক্তন প্রধান হরেকৃষ্ণ মাইতি, স্থানীয় প্রধান বিশ্বজিৎ জানা প্রমুখ। লছিমপুরে সুসজ্জিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র পেয়ে খুশি স্থানীয়রা। তাই উদ্বোধনের দিন কচিকাঁচা ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় পার্বতী মণ্ডল জানালেন, গ্রামীণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে এই কেন্দ্রগুলির গুরুত্ব অপরিসীম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জন্ম থেকে শিশুদের বেড়ে ওঠা— সমস্ত ক্ষেত্রে যেভাবে নানা প্রকল্প চালু করে বিশেষ নজর রেখেছেন, তাতে আমরা বেজায় খুশি।

Latest article