পার্কে প্রাত:ভ্রমণে টিকিট, দিল্লিতে বাড়ছে ক্ষোভ

দিল্লির বিভিন্ন পার্কে প্রাত:ভ্রমণ করতে গেলে কিনতে হচ্ছে ২০ টাকার টিকিট!

Must read

প্রতিবেদন: দিল্লির বিভিন্ন পার্কে প্রাত:ভ্রমণ করতে গেলে কিনতে হচ্ছে ২০ টাকার টিকিট! শুনতে অবাক লাগলেও ঠিক এই ঘটনাই ঘটছে রাজধানীর বিভিন্ন প্রান্তে যেখানে আগের মত বিনামূল্যে ভোরের বিশুদ্ধ বাতাসে পার্কে হাঁটা চলা, ফ্রি হ্যান্ড করতে পারছেন না দিল্লিবাসীদের একটা বিরাট অংশ৷ দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার নেতৃত্বাধীন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা ডিডিএ-র সিদ্ধান্তে এবং উদ্যোগে রাজধানীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পার্ক গুলিতে দিন প্রতি ২০ টাকার টিকিট বিক্রি শুরু হয়েছে৷ পার্কের উন্নয়নের জন্যই এই উদ্যোগ বলে দাবি জানানো হয়েছে ডিডিএ-র তরফে৷ ২০ টাকার টিকিট কাটার পরেই ডিডিএ পার্কে প্রবেশাধিকার পাওয়া যাচ্ছে৷ দ্বারকার ১৬ডি ডিডিএ পার্কটি এমনই একটি পার্ক যেখানে টিকিট কেটেই ঢুকতে হচ্ছে প্রাত:ভ্রমণে৷ এই পার্কে যারা নিয়মিত ভ্রমণ করে থাকেন, তাদের জন্য রাখা হয়েছে মান্থলি টিকিটের ব্যবস্থা, যেখানে দিন প্রতি ২০ টাকার টিকিট না কেটে তাঁরা ২০০ টাকা দিয়ে মান্থলি টিকিট কেটে নির্বিঘ্নে পার্কে ঘুরতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে৷ সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা৷

আরও পড়ুন-ভুতুড়ে ভোটার ধরতে উত্তরজুড়ে তালিকার স্ক্রুটিনি, নেত্রীর নির্দেশে চলছে অভিযান

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা ডিডিএ-র সিদ্ধান্তে এই ভাবে প্রাত:ভ্রমণকারীদের টিকিট কাটতে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে দিল্লিবাসীর মনে৷ কোনওভাবেই তাঁরা এই ঘটনা মেনে নেবেন না, সাফ জানিয়ে দিয়েছেন দ্বারকার ১৬ডি পার্কের সামনে অবস্থিত রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের আবাসিক বৃন্দের সংগঠনের পদাধিকারীরা৷ এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে সংগঠনের সহ সভাপতি কৌশল খান্নার প্রশ্ন, আমরা যে কর দিয়ে থাকি সেখান থেকেই তো পার্কের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল পেয়ে থাকে ডিডিএ৷ তাহলে তারা আবার আলাদা করে টাকা তুলছে কেন ? আমরা এটা মেনে নেবো না৷ বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷

Latest article