রোজ ট্রেন ছাড়ছে দেরিতে ক্ষুব্ধ যাত্রীরা সরব দিনহাটায়

Must read

সংবাদদাতা, কোচবিহার : হয়রানির অভিযোগ তুলে দিনহাটার বামনহাট রেলস্টেশনে বিক্ষোভ দেখালেন রেলযাত্রীরা৷ যাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিনহাটার (Dinhata) বামনহাট রেলস্টেশন। ১৫৪৬৮ আপ বামনহাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ৯.৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও একটি কোচে যান্ত্রিক ত্রুটি থাকার ফলে লোকাল ট্রেনটিতে চেপে জরুরি প্রয়োজনে শিলিগুড়িতে যাবেন বলে যাত্রীরা রওনা হয়েছিলেন। তবে দেখা যায় দীর্ঘ সময় পেরেয়ে গেলেও সোমবার এই ট্রেন ছাড়েনি। এদিকে অত্যধিক গরমের মধ্যে বামনহাট স্টেশনে অস্বস্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। রেলের ভোগান্তির জেরে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁদের অভিযোগ, যখন টিকিট কেটেছিলেন তখন বিষয়টি বলা হয়নি। ট্রেনে বসার পর জানতে পারেন ট্রেনটি নির্দিষ্ট সময়ে রওনা দেবে না। তবে বামনহাট স্টেশন সূত্রে জানা গেছে, একটি কোচে যান্ত্রিক ত্রুটি ছিল। যাত্রীদের জানানো হয়েছে, কোচটিকে সালটিং করে বামনহাট স্টেশনে রেখে তারপরেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন। এদিকে দীর্ঘসময় পেরিয়ে যাওয়ার পরে যাত্রীরা অভিযোগ তোলেন, রেলের সমস্যার কথা যাত্রীদের টিকিট কাটার সময় কেন জানানো হয়নি। টিকিটের টাকা ফেরতের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর। স্টেশন সূত্রে খবর, প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে বামনহাট শিলিগুড়ি লোকাল ট্রেনটি রওনা হয়েছে।

আরও পড়ুন-বিধায়ক পদে অলিফার শপথ বুধে

Latest article