ক্ষুব্ধ পুজোর উদ্যোক্তারা মানবেন না দিল্লির গেরুয়া মুখ্যমন্ত্রীর আজব ফতোয়া

Must read

নয়াদিল্লি: দুর্গাপূজাকে হাতিয়ার করে বিজেপির নোংরা রাজনীতির মুখোশ খুলে গেল রাজধানী দিল্লিতে (Delhi-Durga Puja)। পূজোকে কেন্দ্র করে বিজেপির অভব্যতার বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল। রীতিমতো তুলোধোনা করেছে গেরুয়া শিবিরকে। এবারে দিল্লির গেরুয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন রাজধানীর পুজোর (Delhi-Durga Puja) উদ্যোক্তারা। তাঁদের সাফ কথা, এই আজব ফরমান কোনও ভাবেই মানবেন না তাঁরা। তাঁদের প্রশ্ন, কেন মায়ের মূর্তির পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখব? এই ফরমান দেওয়ার কী অধিকার আছে দিল্লির মুখ্যমন্ত্রীর। পুজোর আয়োজনে সরকারি পৃষ্ঠপোষকতা থাকতেই পারে। কিন্তু তার জন্য শর্তের বোঝা চাপিয়ে দেওয়া হবে উদ্যোক্তাদের উপর? এ কেমন রাজনীতি বিজেপির? গোটা রাজধানীর পুজোর উদ্যোক্তারা তো বটেই, বিশেষ করে দিল্লির মিনি কলকাতা হিসেবে পরিচিত সিআর পার্কের উদ্যোক্তারা হতবাক। প্রথমে তাঁদের এই বিষয়ে প্রশ্ন করা হলে কিছুক্ষণ থমকে য়ান। পরে বিষয়টা বুঝিয়ে বললে ক্ষুব্ধ হয়ে বলেন, কেন প্রধানমন্ত্রীর ছবি রাখব? মোদিজি রাজনৈতিক ব্যক্তি, মা দুর্গার পায়ের নিচে তাঁর ফটো রাখা হবে কেন? শুধু মেলা গ্রাউন্ড দুর্গাপূজা সমিতি নয়, গোটা সিআর পার্কের পুজো উদ্যোক্তারা কেউ এই ফরমান মানবেন না। তাঁদের সাফ কথা, দুর্গাপূজা মানুষের মেলবন্ধনের মঞ্চ। এখানে রাজনৈতিক তকমা লাগতে দেব না। এই পুজো পঞ্চাশ বছরের পুরনো। এরকম কখনও শুনিনি। রীতিমতো ক্ষুব্ধ হয়ে বলেন সিআর পার্কের মেলা গ্রাউন্ড পুজো সমিতির অর্গানাইজেশন সেক্রেটারি নারায়ণ দেব। একইভাবে দিল্লির মুখ্যমন্ত্রী ফরমান নিয়ে নয়ডা কালীবাড়ি দুর্গাপুজো কমিটির সহসভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, নিজের ইচ্ছেমতো কোনও রাজনৈতিক ব্যক্তির ছবি পুজো মণ্ডপে রাখতে পারি না।

আরও পড়ুন-ভারতের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সঠিক: জেলেনস্কি

Latest article