ক্ষুব্ধ শীর্ষ আদালত, কড়া হুঁশিয়ারি কেন্দ্রকে

ফসলের গোড়া পোড়ানো নিয়ে এবার কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট।

Must read

নয়াদিল্লি: ফসলের গোড়া পোড়ানো নিয়ে এবার কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। বুধবার নাড়া পোড়ানো এবং তার ফলে দিল্লিতে ভয়াবহ দূষণ সংক্রান্ত এক মামলার শুনানিতে শীর্ষ আদালতের মন্তব্য, কয়েকজনকে জেলে ভরে দিলেই অন্যদের প্রতি স্পষ্টবার্তা যাবে। তীব্র অসন্তোষ প্রকাশ করে এদিন কেন্দ্রীয় সরকারকেও সতর্ক করে সুপ্রিম কোর্ট। প্রতি বছরই শীতের শুরুতে গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় দিল্লি এবং তার আশে পাশের এলাকা৷

আরও পড়ুন-যোগীরাজ্যে একই বাড়িতে ৪ হাজারভোটার, কমিশনকে তোপ অখিলেশের

এই সমস্যার সমাধান করতে পুুরোপুরি ব্যর্থ কেন্দ্রীয় সরকার৷ তাদের এই ব্যর্থতার জেরেই শীতের শুরুতে ফি বছর নাভিশ্বাস ওঠে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশের অধিবাসীদের৷ উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লির একটা অংশে ফসলের অবশিষ্টাংশ জ্বালানো থেকেই তৈরি হয় প্রবল বিষাক্ত ধোঁয়া৷ এই ধোঁয়া থেকেই তৈরি হয় মারাত্মক বায়ুদূষণ৷ এই ভয়াবহ পরিস্থিতির পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকার কোনও ইতিবাচক পদক্ষেপই নিচ্ছে না৷ এতেই ধৈর্য্যের বাঁধ ভেঙেছে সুপ্রিম কোর্টের৷ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে নিজেদের অসন্তোষের কথা জানিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যকে কার্যত সতর্ক করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই বলেন, আপনারা দ্রুত ব্যবস্থা নিন, সব রাজ্যের সঙ্গে আলোচনা করুন৷ তা না হলে আমরা চূড়ান্ত নির্দেশ দিতে বাধ্য হব৷
কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি জানতে চান, কেন আইন ভঙ্গকারী পোড়ালি জ্বালানো কৃষকদের জেলে পাঠাচ্ছে না কেন্দ্র?

Latest article